বিসিসি নির্বাচন : একাট্টা চিরপ্রতিদ্বন্ধী সরোয়ার-কামাল

বিশেষ প্রতিনিধি ॥  আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণে একসাথে বৈঠক করেছেন বরিশালের বিএনপির চিরপ্রতিদ্বন্ধী দুই প্রভাবশালী নেতা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবীব কামাল। বৃহস্পতিবার রাতে এমপি সরোয়ারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পূর্বের সকল বিভাজন ভুলে দলকে শক্তিশালী করতে বৈঠকের মাধ্যমে তারা একসাথে কাজ করার অঙ্গীকার করেন। আসন্ন বিসিসি’র নির্বাচনে মেয়র পদটি যাতে কোনক্রমে বিএনপির হাতছাড়া না হয় সেজন্যও নিবেদিতভাবে তারা কাজ করার অঙ্গীকার করেন। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা নেতা-কর্মীদের আহ্বান জানান। বৈঠকে উল্লেখ করা হয়, দলীয় হাইকমান্ড থেকে বিসিসি নির্বাচনে যাকে সমর্থন দেয়া হবে, তার পক্ষ হয়েই তারা কাজ করবেন। আর হাইকমান্ড যদি নির্বাচনে কাউকে সমর্থন না দেয়, তবে স্থানীয়ভাবে প্রার্থী মনোনীত করে তাকে ‘নীরব’ সমর্থন দিয়ে সেই প্রার্থীর পক্ষেই তারা কাজ করবেন। তবে গুরুত্বপূর্ণ এ বৈঠকে উপস্থিত ছিলেন না মেয়র পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবায়েদুল হক চাঁন, জিয়া সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান তপনকে। এছাড়া এ বৈঠকে আমন্ত্রনের বাইরে রাখা হয় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরীনকে।