মুক্তিযোদ্ধাদের জনতা ব্যাংকের সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার ॥  জনতা ব্যাংকের উদ্যোগে আজ শনিবার বিকেলে একাত্তরের রনাঙ্গন কাঁপানো বরিশালের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

 
সর্বাধুনিক সুন্দরবন-৭ লঞ্চে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চেয়াম্যান অধ্যাপক জামাল উদ্দিন আহম্মেদ, পরিচালক ড. আবুল বারাকত, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ। শেষে অতিথিরা একাত্তরের রনাঙ্গন কাঁপানো বরিশালের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।