স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষন করতে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। রিটানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ওই মনিটরিং টিমের সদস্যরা মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণায় সময় আচরণবিধি লংঘনের বিষয়টি তদারকি করবেন।
রিটানিং অফিস সূত্রে জানা গেছে, আচরণবিধি পর্যবেক্ষন মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সদস্য সচিব সহকারী রিটানিং অফিসার বিভোর কুমার বিশ্বাস, সদস্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, তথ্য বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র বরিশালের সভাপতি আক্কাস হোসেন ও বরিশাল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন খান।