নাসির উদ্দিন সৈকত ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল্লায় আজ রবিবার দুপুরে দু’ভাইয়ের সমর্থকদের মধ্যে হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে বরিশাল ও তিনজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই মহল্লার কার্তিক দেবনাথের সাথে তার ভাই কালাচাঁন দেবনাথের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধীয় জমিতে রবিবার দুপুরে ঘর উত্তোলন করতে যায় কার্তিক। এতে ক্ষিপ্ত হয়ে কালাচাঁন ও তার সমর্থকেরা হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে কার্তিকের পুত্র সুমন দেবনাথকে (১৭)। এনিয়ে উভয়েরমধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত সুমন দেবনাথকে বরিশাল শেবাচিম ও জয় দেবনাথ (১৬), নয়ন দেবনাথ (১৪), কালাচাঁন দেবনাথকে (৪৫) গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরনদী থানার ওসি আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি ভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।