স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ মামলায় সাক্ষী হওয়ার অপরাধে ধর্ষক কর্তৃক গৃহবধূ নারগিস বেগমকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আশংকাজনক অবস্থায় নারগিসকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে।
আহত নারগিস বেগমের স্বামী রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত দু’মাস পূর্বে তার শ্যালিকা শিল্পী আক্তারকে (১৮) বিয়ের প্রলোভনে ধর্ষণ করে মনির গাজী (২৪)। এ ঘটনায় তার শাশুড়ি (ধর্ষিতা শিল্পীর মা) নুরজাহান বেগম বাদি হয়ে মনিরের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার স্বাক্ষী হওয়ার অপরাধে নারগিস বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে ধর্ষক মনির। এ সময় স্ত্রীকে রক্ষার জন্য রফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়।