Menu Close

বাড়ি ফিরতে চায় নাঈম

স্টাফ রিপোর্টার ॥  নাম তার নাঈম। তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করতো। ঢাকার বাড্ডা এলাকা থেকে নানাবাড়ি কোন এক চর এলাকায় বেড়াতে আসে। নানা বাড়ি এসে কৃষক নানার জন্য খাবার দিতে গিয়ে পথ হারিয়ে ফেলে নাঈম। পথ হারিয়ে এখন সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে তুজাম ফকিরের ছেলে জসিম ফকিরের বাড়িতে শনিবার দুপুরে থেকে আশ্রিত রয়েছে।

নাঈম জানায়, তার বাবার নাম মৃত আব্দুল মজিদ, মায়ের নাম জরিনা বেগম। তার বাসা ঢাকার বাড্ডা এলাকায়। তার নানাবাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কোন এক চর এলাকায়। উপযুক্তদের যোগাযোগ করতে মোবাইল নং- ০১৭১৪-৮৯০৩০০।

Related Posts