স্টাফ রিপোর্টার ॥ বরিশাল পশ্চিম জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর বারোটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, হরতালে গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান বরিশাল সিটি কলেজের অধ্যাপক।