Menu Close

চাঁদশীতে দিনের বেলায় চুরি

প্রেমানন্দ ঘরামী ॥  বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী বাজারের একটি বন্ধ দোকানে আজ সোমবার দুপুরে টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করার সময় ব্যবসায়ীরা এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে। চোরের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, ওই বাজারের তালুকদার ষ্টোরের স্বত্তাধীকারি উত্তর চাঁদশী গ্রামের আবুল তালুকদারের পুত্র নিত্যান তালুকদার সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে জরুরি কাজে বাড়িতে যান। এ সুযোগে বন্ধ দোকানের পেছনের টিনের বেড়া কেটে দুপুরে বারোটার দিকে এক চোর ভেতরে প্রবেশ করে। আকস্মিক ভাবে দোকান মালিক নিত্যান তালুকদার বন্ধ দোকান খোলায় চোর পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তাকে (চোরকে) ঝাপটে ধরার চেষ্টা করলে চোরের হামলায় ব্যবসায়ী নিত্যান গুরুতর আহত হয়। নিত্যানের ডাকচিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এসে ধাওয়া করে চোর ফরিদপুরের বোয়ালমারি এলাকার নাসিরুল বিশ্বাসকে (২৮) আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

Related Posts