মাহিলাড়া ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

হাসান মাহমুদ ॥  বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের স্কুল পড়–য়া এক ছাত্রীর বাল্য বিয়ে শনিবার রাতে বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অষ্টম শ্রেনীতে পড়–য়া ওই ছাত্রীর পড়াশুনার সকল দায়িত্ব নিয়েছেন চেয়ারম্যান পিকলু। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

 
জানা গেছে, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী, ওই গ্রামের দিনমজুর জাকির সিকদারের কন্যা খাদিজা আক্তারকে (১৪) অভাবের সংসারে তার অভিভাবকেরা বিয়ে দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সে অনুযায়ী খাদিজার অমতে পাশ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে শনিবার রাতে স্কুল ছাত্রী খাদিজার বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। ইউপি চেয়ারম্যান পিকলু রাত সাড়ে আটটার দিকে বাল্য বিয়ের খবর পেয়ে নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে খাদিজার পরিবারকে অবহিত করেন। পরবর্তীতে চেয়ারম্যান এ বাল্য বিয়ে বন্ধ করে জাকির সিকদারের কাছ থেকে মুচলেখা নিয়ে খাদিজার লেখাপড়ার সকল খরচের দায়িত্ব চেয়ারম্যান পিকলু নিজেই নিয়েছেন।