নাসির উদ্দিন সৈকত ॥ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরিশালের গৌরনদী উপজেলার দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের ঢেউটিন আজ সোমবার সকালে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, গৌরনদী থানার ওসি আবুল কালাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান গোলাম মনির মিয়া, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, গোলাম হাফিজ মৃধা। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান, একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, পৌর কাউন্সিলর এস.এম ফিরোজ রহমান, কাজী তৌফিক ইকবাল স্বজল, মোঃ নুর আলম সিকদার প্রমুখ।
শেষে প্রধান অতিথি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি ১১৬টি দুঃস্থ পরিবারের মাঝে ১১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।