বিশেষ প্রতিনিধি ॥ দু’মাস পূর্বে উদ্ধার করা ১৫টি বোমা নিস্ক্রীয় করতে গিয়ে তা বিস্ফোরনে র্যাব-৮এর বরিশাল অঞ্চলের সার্জন ইকবাল হোসেন (৪০), লেঃ কর্পোরাল মোস্তফা (৪০) ও কর্পোরাল মোশারফ হোসেন (২৭) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে কালকিনি থানা এলাকায়। আহত র্যাব সদস্যদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শেবাচিম হাসপালালে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ জি.এম শামসুন নুর জানান, গত দু’মাস পূর্বে হাত বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার একটি বাগান থেকে উদ্ধার করা হয়। ওই বোমাগুলো নিস্ক্রীয় করতে সোমবার সকালে র্যাবের অভিজ্ঞ টিম আসে। থানার পুকুর ঘাটে ১৫টির ৮টি নিস্ক্রীয় করার পরে হঠাৎ বিস্ফোরন ঘটে। হাত বোমাগুলোর ¯প্রীন্টারের আঘাতে র্যাব সদস্যরা গুরুতর আহত হয়।