লাকী আক্তার শম্পা, মুলাদী ॥ মুলাদী উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার উওরে সফিপুর ইউনিয়নে লক্ষীপুর গ্রামের হাজ্বী সৈয়দ বদরুল হোসেন কলেজ। অজপাড়া গাঁয়ে উচ্চ শিক্ষায় এ কলেজটি একমাত্র প্রতিষ্ঠান।
কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় অসহায় বহু পরিবারের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষার আলো দেখতে পেরেছে। কলেজটি না হলে এলাকার হাজারো ছেলে-মেয়েরা কলেজ শিক্ষা থেকে বঞ্চিত হতো। কলেজটি দীর্ঘ বছর ধরে টিন সেট হওয়ায় ছাত্র-ছাত্রীরা নানা সমস্যায় ভুগছে।
কলেজের এক প্রভাষক জানান, বেঞ্চের অভাবে ছাত্র-ছাত্রীদের বসার সমস্যা হচ্ছে। কলেজটি আধুনিক ভবনে তৈরি হলে লেখাপড়ার মান আরো উন্নত হবে। কলেজটি আধুনিক ভবনে নির্মান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।