স্টাফ রিপোর্টার ॥ মাদক সেবন, বিক্রি ও নিজ দখলে রাখার অপরাধে বরিশালের আগৈলঝাড়ায় একজনকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার সুন্দরগাঁও গ্রামের মতলেব সরদারের ছেলে জয়নাল সরদারকে (২৫) সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নুরুল ইসলাম বাশাইল বসুন্ডা এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আজ মঙ্গলবার জয়নালকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতে বিচারক মোঃ আবুল কালাম তালুকদারের আদালতে সোর্পদ করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।