আগৈলঝাড়ায় হামলা ও সংঘর্ষে ১৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের আগৈলঝাড়ায় জমিজমা, পারিবারিক কলহ ও যৌতুকের কারণে পৃথক ঘটনায় হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে সাতলা গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুলাল বাড়ৈ ও তার ভাই অমল বাড়ৈ প্রতিপক্ষ একই বাড়ির সুকুমার ও মিহির বাড়ৈর হামলায় আহত হয়। অপরদিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বাকাল গ্রামের হেমায়েত বেপারী, খোরশেদ বেপারী, গোয়াইল গ্রামের মনিন্দ্রনাথ ভদ্র, শিহিপাশা গ্রামের রাশিদা বেগম, দত্তেরাবাদ গ্রামের আলতাফ ফকির প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। এছাড়া পারিবারিক কলহের জেরধরে বড়মগরা গ্রামে আরতী রাণী রায়, তাঁরামনি চৌধুরী আহত হয়েছে। অপরদিকে যৌতুকের দাবিতে মধ্যশিহিপাশা গ্রামের শাজাহান সরদারের কন্যা আছমা বেগম তার স্বামীর হামলায় আহত হয়।

আহতদের আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।