গণহত্যা দিবস পালিত

প্রেমানন্দ ঘরামী ॥  বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের কেতনার বিলে ১৯৭১ সনের পাক-হানাদের হামলা ও গুলি বর্ষনে চাঁদশী, রামসিদ্ধি, ধুরিয়াইল, সোমদ্দারপাড়, রাংতাসহ পার্শবর্তী বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শাতাধিক নিরিহ গ্রামবাসী প্রান হারিয়েছিলো।

ওইসব শহীদদের স্মরনে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয়দের উদ্যোগে গত ১৬ মে বিকেলে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর মোহাম্মদ আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনোদ বেপারী। বিশেষ অতিথি ছিলেন অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার গোমস্তা, বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন সোম, অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভলপমেন্ট (ও.এস.ডি)’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী। বক্তব্য রাখেন সমাজসেবক যুদ্ধাহত পরিবারের সদস্য ফারুক হাওলাদার, রনজিত বৈদ্য, মোঃ জালাল বেপারী, যুগল কিশোর ঘরামী, আইনুল হক, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেমায়েত হাওলাদের, বিএম সোহাগ প্রমূখ।

বক্তারা অনতিবিলম্বে কেতনার বিলে যুদ্ধকালীন শহীদদের স্মরনে স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছেন।