বিশেষ প্রতিনিধি ॥ মে মাসে ফুটে তাই এ ফুলের নাম মে ফুল কিংবা মে ফ্লাওয়ার নামেই পরিচিত। তবে অন্য কোনো ফুল মে মাসে ফুটেনা তা নয়; তবে এ ফুলটির কিছু অদ্ভুত আচরণেই হয়তো এমন নাম হয়েছে। মে মাস আসলেই লাল রঙয়ের গোলাকৃতির দুর্লভ এ ফুলটি ফুটতে দেখা যায়। গত কয়েকদির ধরে এরকম বেশ কয়েকটি ফুল ফুটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত ভালুকশী গ্রামের কাজী বাড়িতে।
ফুলের বিভিন্ন নার্সারী মালিকদের সাথে কথা বলে জানা গেছে, ফুলটির আদি নিবাস আফ্রিকা মহাদেশে। এ ফুলটি মে মাসে ফোটে বলে এদেশে স্থানীয়ভাবে মে ফুল বলা হয়। এছাড়াও ফুলটির বিভিন্ননাম রয়েছে যেমন, বল লিলি, গে¬াব লিলি, পাউডার পাফ লিলি বা আফ্রিকান ব¬াড লিলি নামেও এ ফুলটি পরিচিত। এপ্রিলের প্রথমে মাটি ফুড়ে ফুলের মোটা ডাঁটা বা ডগা বের হয়। ডগাটি এক ফুট লম্বা হয়। এর মাথায় অত্যন্ত সুন্দর গোলাকার মিষ্টি লাল ফুলটি ফুটে শোভা বর্ধন করে। এপ্রিলের শেষ সপ্তায় ফুল ফোটা শুরু হয় এবং মে মাসের শেষ সপ্তাহের মাঝামাঝি ঝড়ে পড়ে। ফুল ফোটার পর গাছের নতুর পাতা বের হয়। ডিসেম্বরের দিকে গাছগুলো মরে যায়। মাটির নিচে থাকা গেড় (আলু জাতীয়) থেকে আবার পরের বছর একই সময় ফুলটি ও গাছটি দেখা যায়।
এ ফুলটি সচারচার চোখে পরে না। তাই দুর্লভ এ ফুলগুলো দেখার জন্য উৎসুক জনতা প্রতিনিয়ত ভালুকশী গ্রামের কাজী বাড়িতে ভীড় করছেন।