মেহেদী হাসান রাজু, মুলাদী ॥ বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন হাওলাদার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গোটা বরিশালসহ তার নিজবাড়ি মুলাদী উপজেলার আলীমাবাদ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের সভাপতি ও বিসিসির সদ্যপদত্যাগকারী মেয়র আলহাজ শওকত হোসেন হিরন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করীম, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা তরুন দেব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক ক্যাপ্টেন (অবঃ) এম. এ হক-বীর বীক্রম, মুক্তিযোদ্ধা সংগঠক সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, সহকারি কমান্ডার মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অফিস সহকারী মোঃ মানিক গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।