৩৪ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে স্থান পেলেন সাফায়াত

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার ৩৪ বছর পর ঝালকাঠি থেকে এই প্রথম কেন্দ্রীয় ছাত্রদলে একজনকে নির্বাচিত করা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক সরদার সাফায়াত হোসেনকে এ পদটিতে নির্বাচিত করা হয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠা হওয়া ছাত্রদলে ঝালকাঠি জেলা থেকে কেন্দ্রীয় সংসদে তাকে নির্বাচিত করায় স্থানীয় নেতা-কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০১১ সালে ছাত্রদলের জেলা কমিটি গঠনের পর ব্যাপক গ্র“পিং শুরু হয়। সরদার সাফায়াত জেলা ছাত্রদলের আহবায়ক পদে অধিষ্ঠিত হওয়ার পর জেলার ৪টি উপজেলাসহ ইউনিয়নগুলোতে শক্তিশালী কমিটি গঠনের চেষ্টা অব্যাগত রাখে। স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে তৃনমূল পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনটির নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হয় বলে সদ্য কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া এই নেতা জানান। তিনি আরো জানান, ছাত্রদল প্রতিষ্ঠার পর ৩৪ বছরে কাউকে এ জেলা থেকে স্থান পায়নি। তবে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সাবেক ঝালকাঠি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন খানকে নির্বাচিত করা হয়েছিল। এক প্রতিক্রিয়ায় সাফায়াত জানান, যেহেতু কেন্দ্র আমাকে এ পদটি দিয়ে সম্মান দেখিয়েছেন, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দলটিকে সুসংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আগামী দিনগুলোতে দলের সকল কর্মকান্ডে ছাত্রদল সক্রিয় অংশগ্রহন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এজন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সহনশীল মনোভাবের দাবী করেন।