স্টাফ রিপোর্টার ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া সড়কের রাজমাথা নামক এলাকায় আজ শনিবার সকালে ইট ভর্তি ট্রাকের চাঁপায় এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে। নিহত কাজী মহসিন উদ্দিন নোবেল (৩৫) মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামের আব্দুল আউয়াল কাজীর পুত্র। সে একই উপজেলার প্যাদারহাট বাজারের দন্ত চিকিৎসক।
জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে নোবেল বাড়ি থেকে নিজস্ব মটরসাইকেলযোগে প্যাদারহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাজমাথা নামক এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক তার মটরসাইকেলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেন।