স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় মহাসেন’র কারনে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে টানা তিনদিন নৌ-যান চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে অভ্যন্তরীন রুটে ও শুক্রবার রাত থেকে বরিশাল-ঢাকা রুটে পূর্ণরায় নৌ-যান চলাচল শুরু হয়েছে।
শুক্রবার রাত আটটা থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের সবকটি রুটের ঢাকাগামী লঞ্চ ছেড়ে গেছে।
অনরূপ ঢাকা থেকেও যাত্রীনিয়ে ছেড়ে আসা লঞ্চ গতকাল শনিবার সকালে বরিশালসহ নিজ নিজ গন্তব্যে এসে পৌঁছেছে।
বরিশাল নৌ বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সোহরাব হোসেন জানান, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ওইদিন যাত্রী না থাকায় সকল লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যার পর পরই বরিশাল থেকে চারটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অপরদিকে গতকাল শনিবার থেকে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মহাসেন’র প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পর গত ১৫ মে বেলা দুইটা থেকে নদীপথে সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিলো।