তপন বসু, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের প্রায় ১০ লক্ষা টাকা মূল্যের মালামাল গুছের মাধ্যমে ৪৯ হাজার টাকায় নিলাম বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। ফলে ওই রহস্যজনক নিলাম স্থগিত করে পূর্ণরায় নিলামের আহবান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যার হাসপাতালের অব্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদিসহ বিভিন্ন মালামাল বিক্রির জন্য প্রকাশ্যে নিলাম দরপত্র আহবান করে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার সকালে প্রকাশ্য নিলামের কথা থাকলেও গুছের মাধ্যমে তা অতিগোপনে ১০ লক্ষ টাকার মালামাল মাত্র ৪৯ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা দেখিয়ে জনৈক শামিম সরদারের কাছে নিলাম বিক্রি করা হয়। আর এ গুছ প্রক্রিয়ার সাথে নিলাম কমিটির আর্থিক লেনদেনেরও অভিযোগ করেছেন সাধারন ক্রেতারা।