Menu Close

মেধাবী মুখ : প্রাইভেট পড়িয়ে জিপিএ-৫ পেয়েছে লুনা

ওমর আলী সানি, আগৈলঝাড়া ॥  দারিদ্রাকে জয় করে নানা প্রতিকুলতার মধ্যদিয়ে প্রাইভেট পড়িয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে লুনা খানম।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া লুনা মোল্লাপাড়া গ্রামের হতদরিদ্র সোবাহান মৃধার কন্যা। অভাবের সংসারে মেধাবী লুনা প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশুনার খরচ ও দারিদ্র পিতাকে সহযোগীতা করতো। রুনা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাইলেও অর্থাভাবে তার কলেজে ভর্তি হওয়াই অনিশ্চিত হয়ে পরেছে।

তাই ভালো ফলাফল করেও মেধাবী লুনার মাঝে আজ চরম হতাশা দেখা দিয়েছে।

Related Posts