আধুনিক নগরী বরিশালে ৪০০ কোটি টাকার উন্নয়ন

বিসিসি নির্বাচন : পর্ব-৩

বিশেষ প্রতিনিধি ॥  ৫৮ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে সিটি কর্পোরেশনের অধীন সড়ক রয়েছে ৫৯৩ কিলোমিটার। ২০০৮ সন পর্যন্ত এর সিংহভাগই ছিলো যানবাহন চলাচলের অনুপযোগী। শওকত হোসেন হিরন মেয়র নির্বাচিত হওয়ার পর শুরুতেই সড়ক প্রশস্তকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।

ভূমিদস্যুদের তীব্র বিরোধীতার মুখে তিনি প্রথম দফায় চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য পান। অবৈধ স্থাপনা ভেঙ্গে সড়ক প্রশস্তকরণের জন্য শুরুতেই ড্রেন নির্মাণ করা হয়। নগরীতে এখন বড় সড়কগুলোর বাইরে রাজা রায়বাহাদুর সড়ক ও সাগরদীসহ ছোট কয়েকটি সড়কে রোড ডিভাইডার নির্মাণ করে তার ওপর বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনী।

বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু করে বরিশাল ক্লাব, আমতলা ও সার্কিট হাউজ পর্যন্ত সড়কের পাশে সবুজ বৃক্ষরাজিতে দেয়া হয়েছে নানান বর্ণিল আলো।
                                                                                                                                                                             চলবে…