প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের নাঘার গ্রামে সোমবার সন্ধ্যা রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মা-মেয়ে আহত ও একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের অমল বল্লভের স্ত্রী পুতুল বল্লভ ও তার মেয়ে তৃষা বল্লভ বজ্রপাতে গুরুতর আহত হলে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় বজ্রপাতে তাদের গোয়ালঘরে রাখা একটি গাভী ঘটনাস্থলেই মারা গেছে।
অপরদিকে আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় টানা বর্ষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্ষণে নগরীর প্রানকেন্দ্র সদর রোডসহ বিভিন্নস্থানে হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। নগরীর কাউনিয়া এলাকায় বৃষ্টির মধ্যে চলতে গিয়ে রিকশা উল্টে দু’যাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল আবহাওয়া অফিস জানায় দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশালে বৈরি আবহাওয়ার ভাব কাটেনি।