বিসিসি নির্বাচন : পর্ব-৪
বিশেষ প্রতিনিধি ॥ সৌন্দর্য বর্ধনে কর্পোরেট হাউজ। ইতিপূর্বে যে সড়কের প্রশস্ততা ছিলো ১৮ ফুট তা এখন ৪৬ ফুট প্রশস্ত। চৌমাথা থেকে বটতলা হয়ে
সদর রোড পর্যন্ত সড়কটি প্রশস্ত করার পাশাপাশি নগরীর অধিকাংশ সড়কই প্রশস্ত করে ৩৬ ফুট করা হয়েছে। আধুনিক ফুটপাতের পাশাপাশি সৌন্দর্য
বৃদ্ধিতে বিভিন্ন প্রাইভেট কোম্পানীর কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছে সিটি কর্পোরেশন। শওকত হোসেন হিরন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে
একটি মোবাইল ফোন কোম্পানীর আর্থিক সহায়তায় নগরীর প্রাণ কেন্দ্রের বিবির পুকুরকে দৃষ্টি নন্দন করেছেন। শতবর্ষের এ পুকুর সংরক্ষণের
পাশাপাশি চারপাশে ওয়াকওয়ে এবং আকর্ষণীয় পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। পুকুরের পাশেই নির্মাণ করা হয়েছে পাবলিক স্কয়ার। আশপাশের সকল
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিক রূপে ঢেলে সাজানো হয়েছে। সুন্দরবন নেভিগেশনের আর্থিক সহায়তায় রাজা রায়বাহাদুর সড়কের ৫ কিলোমিটার
সড়ক দ্বীপে ফুল বাগান তৈরিসহ সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রূপাতলীতে সুরভী কোম্পানীর সৌজন্যে নির্মাণ করা হয়েছে ফোয়ারা। স্কয়ার কোম্পানীর সৌজন্যে চৌমাথা পুকুর ঘিরে সৌন্দর্য্য বর্ধনের গৃহীত প্রকল্পের কাজ চলছে।
চলবে…