স্টাফ রিপোর্টার ॥ বরিশালের নবগঠিত উজিরপুর পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউএনও মোঃ সোহরাব হোসেন। অতিসম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
নবনিযুক্ত পৌর প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতী দিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সীমা রানী শীল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন খান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আকরাম হোসেন, প্রেসক্লাব সভাপতি মহাসিন মিয়া লিটন, উপজেলা যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হাকিম সেরনিয়াবাত প্রমুখ।