স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর পুলিশ লাইন্স এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিনটি ককটেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আতিকুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাইন্স এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়। এ সময় আটককৃতদের তল্লাশী করে তাদের সাথে থাকা ব্যাগের ভেতর থেকে তিনটি ককটেল সুদৃশ বস্তু উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-সদর উপজেলার দিঘীলিপাতা গ্রামের মোসলেম উদ্দিন, স্বরূপকাঠী উপজেলার রাজবাড়ি গ্রামের আবুল কালাম ও বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের আলমগীর হোসেন।