Menu Close

মেহেন্দিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে আজ শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে পাতারহাট বন্দরের আবুল কাশেম হাওলাদারের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী শাজাহান খান, তপন শীল ও আলমগীর হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। এতে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভস্মিভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দু’ঘন্টা আপ্রান চেষ্ঠা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Posts