বরিশালে লানিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাসান মাহমুদ ॥  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ (আউট সোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন) বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।

 

জেলা প্রসাশক কার্যালয়ের সভাকক্ষে কর্মশালার সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব শ্যামা প্রসাদ ব্যাপারি। বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

 

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা, শিক্ষক, ছাত্রসহ ৮০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষন প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের ট্রের্নিং এক্সিকিউটিব মোঃ মোস্তাফিজুর রহমান ও রাকিব উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল ৯ টা থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রসাশক কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।