স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার জনগুরুতপূর্ণ মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার বড়বাড়ি ব্রিজ থেকে হাপানিয়া-শরিফাবাদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে দোয়া-মিলাদের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন সরদার, হারুন-অর রশিদ, জালাল সরদার, জাফর মৃধা, হাসনা হেনা বেগম, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপন, সমাজ সেবক মজিবর সরদার, আইউব আলী সরদার, সরোয়ার হোসেন, শাহীন সরদার প্রমূখ। জানা গেছে, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-২ (এলজিএসপি) আওতায় তিন লক্ষ টাকা ব্যয়ে জনগুরুতপূর্ণ সড়কটিতে ইটের ফ্লাট সলিং নির্মান করা হবে।