স্টাফ রিপোর্টার ॥ গাঁজা সেবনের সময় হাতে নাতে পুলিশের হাতে গ্রেফতার করা দু’মাদক সেবীকে আজ শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদীর।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, শনিবার সকালে উপজেলা গেট থেকে গাঁজা সেবনের সময় পুলিশ মামুন হোসেন (১৮) ও রিপন ফকিরকে আটক করে। ওইদিন দুপুরে আটককৃতদের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।