বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, ততোই প্রায় প্রতিদিনই নির্বাচনের হিসেব নিকেশ পাল্টাতে শুরু করছে। ইতোমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবাদুল হক চাঁনকে শর্ত সাপেক্ষে বসে আনতে দলের হাইকমান্ড অনেকটাই সফল হয়েছেন। ফলে ২৬ মে চাঁন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলেও দলের মধ্যে গুঞ্জন উঠেছে।
অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত ১৪ দলের মনোনীত প্রার্থী আলহাজ শওকত হোসেন হিরনের সময়ে নগরীতে ব্যাপক উন্নয়ন হওয়া সত্বেও উল্টো তার (হিরনের) বিরুদ্ধে নানাকুৎসা রটিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন হওয়া সত্বেও এখনো মামুনকে নিয়ে কোন বৈঠক করতে পারেননি দলের হাইকমান্ড। ফলে শেষপর্যন্ত মামুনের নির্বাচনের অংশগ্রহন অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। যে কারনে বিএনপির এককপ্রার্থী হওয়ায় ক্রমেই সুবিধাজনকস্থানে চলে যাচ্ছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল।
আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অভিযোগ করেন, দলের কতিপয় শীর্ষ নেতাদের ছত্রছায়ায় দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হতে সাহস পেয়েছেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন। যে কারনে বিএনপির নির্বাচনী পথ ক্রমেই সুগম হয়ে যাচ্ছে। দলের মধ্যে বিভাজন সৃষ্টি হওয়ার ফলে এবার গুরুতপূর্ণ এ সিটি কর্পোরেশনটি আওয়ামীলীগের হাত ছাড়া হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এমতাঅবস্থায় জরুরি ভিত্তিতে বিরোধ মীমাংসায় দলের সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমুল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা।
বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনায় কমিটি গঠন ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি কে প্রধান সমন্বয়কারী করে বিসিসি নির্বাচনে বিএনপির মনোনীত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে বরিশালের বিএনপির শীর্ষ ১১ নেতাকে। তারা হলেন-মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, আলী হায়দার বাবুল, এ.এইচ.এম সালেহ, মজিবর রহমান নান্টু, সাঈয়েদ আহমেদ মধু, আজিজুল হক আক্কাস, এ্যাডভোকেট আলী আহমেদ, এ্যাডভোকেট মহসিন মন্টু ও শেখ আব্দুর রহিম।