স্টাফ রিপোর্টার ॥ রবিবারের হরতালের সমর্থনে বরিশাল নগরীতে শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
শনিবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউনহলস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক মনি আফরোজা আলম, সামিমা আকবর, মনিরুল হাসান মাসুদ হাসান মামুন, জি,এম আতায়ে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।