ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী, পন্ডিত হিরন নট্ট সঙ্গীত শিক্ষালয় ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল-কবি’র প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান।
পন্ডিত হিরন নট্ট সঙ্গীত শিক্ষালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি পতিত পাবন নট্ট সভাপতিত্ব করেন।
কবি’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, উদীচীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, এ্যাডভোকেট মোর্শেদ কামাল, অর্নব সত্যম, নিকিতা সাহা, তনুশ্রী হালদার, পূজা দে প্রমুখ। শেষে নজরুল গীতি পরিবেশন করা হয়।