Menu Close

স্বাধীনতার ৪২ বছরেও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি- ড. ইফতেখারুজ্জামান

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥  টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন জনগন সকল ক্ষমতার উৎস। স্বাধীনতার বিয়াল্লিশ বছর অতিক্রম হলে এখনও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। তৃনমূল থেকে জাতীয় পর্যায়ে দূর্নীতির কারনে জাতীয় প্রবৃদ্ধির হার ৫-৬ শতাংশে রয়েগেছে। দেশ থেকে দূর্নীতি রোধ করা গেলে এই প্রবৃদ্ধির হার বেড়ে ১০ শতাংশে দাড়াত। চলমান দূর্নীতির ফলে এই প্রবৃদ্ধির হার এখনও দশের নিচে রয়েছে। জবাবদিহিতা না থাকার ফলে আইন, বিধিমালা ও অনিয়মকে নিয়ম করা  হচ্ছে। স্বচ্ছতার অভাবে দূর্নীতি হচ্ছে বলেও তিনি জানান। সোমবার দুপুরে সানাই কমিউনিটি সেন্টার মিলনায়তনে টিআইবি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন। সভায় জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন প্রধান অতিথি ছিলেন।

দ্বিতীয় পর্যায়ে মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, রিপোটার্স ইউনিটির কোষাধ্যক্ষ এসএম রেজাউল করিম, ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারী আবু সাঈদ খান ও উদীচীর সেক্রেটারী সেক্রেটারী গোলাম সাইদ খান প্রমুখ অংশ নেন। সনাকের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও কামরুন্নেছা আজাদের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম আলী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও ষ্টেপসের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ অংশ নেন। টিআইবি সনাকের সভাপতি প্রফেসর মো. লাল মিয়া এতে সভাপতিত্ব করেন।

Related Posts