গৌরনদীর সাবেক শিক্ষক ইসাহাক মিয়া আর নেই

প্রেমানন্দ ঘরামী ॥  বরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিনের পিতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইসাহাক মিয়া (৮৫) বাধ্যর্কজনিত কারনে বুধবার সন্ধ্যায় পৌরসভার চরগাধাতলী মহল্লার মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে পূর্ব হোসনাবাদ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক দেলোয়ার সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, সিনিয়র সহসভাপতি মোঃ মুনসুর আহম্মেদ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You may also like