স্টাফ রিপোর্টার ॥ নিন্মচাঁপের প্রভাবে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চৌমুহনী বাজার সংলগ্ন এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে ত্রিশটি দোকান ও তার পাশ্ববর্তী বিশটি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে এ ভাঙ্গন শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ভাঙ্গন অব্যাহত রয়েছে।
বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান জানান, নিন্মচাপের প্রভাবে নদীতে জোয়ারের কারণে চৌমুহনী বাজার সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে বুধবার মধ্যরাত থেকে ভাঙ্গন শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বেড়িবাঁধের বাহিরে ও ভেতরের কমপক্ষে ৩০টি দোকানপাট ও ২০টি ঘরবাড়ি মেঘনার গর্ভে বিলিন হয়ে গেছে। ক্রমেই ভাঙ্গনের তীব্রতা ভয়াবহ আকার ধারন করায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতংকিত হয়ে তাদের দোকানপাট ও বসত ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় এক’শ ফুটের উঁচু বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে ওইসব এলাকার ফসলের ক্ষেত।