বরিশালে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ সুরভী

স্টাফ রিপোর্টার ॥  ঝড়ের কবলে পড়ে বরিশালের কীর্তনখোলা নদীর চরে আটকে পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী-৭। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘অগ্রযাত্রা’ চর থেকে লঞ্চটি টেনে পানিতে নামাতে ব্যর্থ হওয়ায় আজ শুক্রবার সকালে ট্রলারযোগে লঞ্চের পাঁচ শতাধিক যাত্রীকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসা হয়।

সুরভী নেভিগেশনের পরিচালক রিয়াজুল কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে এমভি সুরভী-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করে। রাত দশটার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন পশুরাকাঠী এলাকায় লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এসময় চালক লঞ্চটি একটি চরে উঠিয়ে দেয়। পরে ঝড় থেমে গেলে চালক লঞ্চটি চর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হন। পরবর্তীতে রাত বারোটার দিকে লঞ্চটি নামাতে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ অগ্রযাত্রা ঘটনাস্থলে এসে লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে চরের মাটি কেটে শুক্রবার বিকেলে লঞ্চটি উদ্ধার করা হয়।