মেহেদী হাসান রাজু, মুলাদী ॥ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে চরসফিপুর গ্রামে মুজাম্মেল হাওলাদারের বাড়ির পশ্চিম পার্শ্বের বিলে বৃষ্টির পানি বন্দি হয়ে প্রায় ৪০একর জমির ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পরেছে।
স্থানীয় আব্দুর রহিম আকন, আবুল কালাম, আজাদ হাওলাদার, তছলিম সিকদার, জলিল হাওলাদারসহ অনেকেই জানান, ওই জমির পানি ওঠানামা জন্য একটি খাল ছিলো। তা স্থানীয় প্রভাবশালী আলমগীর খান, রহিম মোল্লা বাঁধ দিয়ে বাড়ি করায় বিলের পানি ওঠানামা বন্ধ হয়ে গেছে। এতে প্রতি বছরই পানি জমা হয়ে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়।
ফলে বহু কৃষক অসহায় হয়ে পরেছে। বর্তমানে উৎপাদিত প্রায় ৩ হাজার মন ইরি-বোরো ধান, পাট, মেস্তা, মরিচ ও তিলসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে রয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পরেছে। উক্ত বিলের পনি নিয়মিত ওঠানামা করার জন্য কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।