স্টাফ রিপোর্টার ॥ সোনালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও মতবিনিময় সভা গত ৩১ মে সকালে অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত। ব্যাংকের আমানত সংগ্রহ, বিনিয়োগ, বৈদেশিক রেমিটেন্স ও মুনফা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ আশরাফ উল আলম। সম্মেলনে বরিশাল বিভাগীয় ৭৬ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।