স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কোতয়ালী থানা জামায়াতের আমীর ও জেলা শাখার এক সদস্যকে আজ শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও বিসিসি’র নির্বাচনকে সামনে রেখে নগরীতে নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপন বৈঠক করারও অভিযোগ রয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন জানান, উল্লেখিত অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে কোতয়ালী থানা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান ও মহানগর জামায়াতের সদস্য মোঃ হেমায়েত উদ্দিন সরদারকে নবগ্রাম রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতালের সময় ভাংচুরসহ থানায় একাধিক মামলা রয়েছে।