স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট বোন জামাতা এ্যাডভোকেট আকরাম আলী খান (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার বিকেলে ভারতের দিল্লী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরন, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, পৌর সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, জামাল খন্দকার, জামাল হোসেন বাচ্চু, দেলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, সাংবাদিক দেলোয়ার সেরনিয়াবাত গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।