স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী পৌরসভার দু’কর্মচারীসহ তিন গাঁজা বিক্রেতাকে আজ সোমবার দুপুরে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওইদিনই তাদের জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দিপের ভাই ও পৌর কর্মচারী কালাম মোল্লা দীর্ঘদিন থেকে ভাইয়ের দাপটে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। গৌরনদী থানার উপ-পরিদর্শক (এস.আই) সোলায়মান মাহমুদ জানান, রবিবার রাতে উত্তর বিজয়পুর গ্রামের কালাম মোল্লার বসত ঘরে অভিযান চালিয়ে দু’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ কালাম মোল্লা, তার সহযোগী সাবেক প্রধান শিক্ষক মাষ্টার গোলাম হোসেনের পুত্র সিরাজুল ইসলাম মামুন, চরগাধাতলী গ্রামের মোঃ সেকান্দার সরদারের পুত্র ও পৌর কর্মচারী শাহ আলমকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের গৌরনদীর ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গ্রেফতারকৃত তিন জনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।