গৌরনদী ক্যাথলিক চার্চে প্রার্থনা সভা
স্টাফ রিপোর্টার ॥ সাভার ট্রাজেডিতে নিহতদের স্মরণে রবিবার রাতে বরিশালের গৌরনদীর ক্যাথলিক চার্চে প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপল্লীর কেন্দ্রীয় ক্যাথলিক চার্চের খ্রীষ্টিয় আন্তঃমন্ডলীর উদ্যোগে প্রার্থনা সভার পূর্বে অনুষ্ঠিত শোকসভায় গৌরনদী ধর্ম পল্লীর কেন্দ্রীয় ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার টেরেন্স রড্রিকসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুদীপ্ত অধিকারী, রেভা অতুল মন্ডল, সুধাংশ বোস প্রমূখ।
শেষে নিহতদের চিরশান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে বিভিন্ন চার্চের প্রায় পাঁচ শতাধিক সদস্যরা অংশগ্রহন করেন।
Comments are closed.