বরিশাল বোর্ডের সেরা আটের তালিকায় স্থান করে নিলো মাহিলাড়া কলেজ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১৫ জুলাই ॥ এবারের এইচ.এস.সি পরীক্ষায় বরিশাল বোর্ডের অধিনস্থ গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ সেরা আটের তালিকায় স্থান করে নিয়েছে। ওই কলেজে মোট জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ জানান, এবারের এইচ.এস.সি পরীক্ষায় মাহিলাড়া ডিগ্রী কলেজ থেকে ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এরমধ্যে ৩৭২জন শিক্ষার্থী কৃতকার্য হয়। বিভিন্ন শাখা থেকে জিপিএ-৫ প্রাপ্ত হয় ৩০ জন শিক্ষার্থী। এছাড়াও বরিশাল বোর্ডের সেরা দশের তালিকায় মাহিলাড়া ডিগ্রী কলেজ রয়েছে অস্টম স্থানে। অপরদিকে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৮৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন, গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজে ১৫৯জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১৭জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, বার্থী ডিগ্রী কলেজের ১৩২জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১১জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন, হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজে ৯৯জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন শিক্ষার্থী।