স্টাফ রিপোর্টার ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে রবিবার রাতে বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে রিপন সরদার (২৪) নামের এক যুবক। মুমুর্ষ অবস্থায় ওই যুবককে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার যুবকের স্বজনরা জানিয়েছেন, উপজেলার বদরপুর গ্রামের মৃত ওহাব সরদারের পুত্র কাঠ মিস্ত্রি রিপন সরদার (২৪) প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যার পরে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাত পৌনে ৮টার দিকে সে বদরপুর গ্রামের তার বোনের শশুর বাড়ির কাছে আসলে প্রতিপক্ষ বাদশা দুলাল, রবিউল, নাঈমসহ তাদের ৭/৮ জন ভাড়াটে সন্ত্রাসী রিপনের উপর এলোপাতারি হামলা চালায়। প্রান বাঁচাতে রিপন তখন পার্শ্ববর্তি একটি ডোবার মধ্যে লাফিয়ে পড়ে ডাক চিৎকার দেয়। সন্ত্রাসীরা ডোবায় নেমে তখন তাকে মেরে ফেলার চেষ্টা চালায়। ডাক চিৎকার শুনে বোনের শশুর বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় গৌরনদী হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আজ সোমবার সকালে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।