বিসিসি নির্বাচন : হিরনকে নাস্তিক বলায় কামালকে নোটিশ

হাসান মাহমুদ, বিশেষ প্রতিনিধি ॥  বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে ১৪ দল মনোনীত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরনকে নাস্তিক বলায় বিএনপির মনোনীত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রিটানিং অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রিটানিং অফিসার মোঃ মুজিবুর রহমান জানান, আহসান হাবিব কামালের প্রধান নির্বাচনী সমন্বয়ক মজিবর রহমান সরোয়ার-এমপি প্রতিদ্বন্ধী প্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরনকে নাস্তিক বলে মন্তব্য করেছেন। আর শওকত হোসেন হিরনের পক্ষে মেডিকেল কলেজ ও হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বিলবোর্ড টানানো হয়েছে। এ দুটি ঘটনাই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এ বিষয়ে উভয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ফলে অভিযোগের তদন্ত করে উভয়প্রার্থীকে রবিবার রাতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 

সমর্থনকে অস্বীকার করলেন হেফাজত

বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামালের দাবি, হেফাজতে ইসলাম বরিশালের নেতৃবৃন্দরা তাকে সমর্থন করেছে। তারা আনারস মার্কার সমর্থনে গণসংযোগও শুরু করেছেন। কামালের এ দাবিকে প্রত্যাখান করেছেন হেফাজতের নেতৃবৃন্দরা। হেফাজতের বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে এখনো কাউকে সমর্থন দেয়া হয়নি। সব প্রার্থীরা তাদের সাথে দেখা করতে আসলে তারা শুধু সকল প্রার্থীকে দোয়া করেছেন। তিনি আরো বলেন, সিটি নির্বাচনে যারা প্রতিদ্বন্ধিতা করছেন, তারা সবাই এই নগরীর বাসিন্দা। তাই কাউকে এককভাবে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, যেহেতু এটা জাতীয় নির্বাচন নয়, সেহেতু যাকে দিয়ে নগর উন্নয়ন হয়েছে, ভবিষ্যতেও হবে তাকেই ভোট দেয়ার জন্য সকল নেতা-কর্মীকে বলা হয়েছে।
পুলিশের মটরসাইকেল বানিজ্য ॥ নির্বাচনকে সামনে রেখে কাউনিয়া থানার কতিপয় পুলিশ অফিসাররা মটরসাইকেল বানিজ্যে নেমেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারনার কাজে ব্যবহৃত মটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকা সত্বেও তা আটকের পর ৫ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহন করে ছেড়ে দেয়ারও অভিযোগ উঠেছে। কাউনিয়া থানার অধীনস্থ বিসিসি’র ১, ২ ও ৩নং ওয়ার্ডের একাধিক কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকেরা অভিযোগ করেন, থানার এএসআই বশির, এনামুল, জসিম, রতন গত কয়েকদিন থেকে এ বানিজ্যে নেমেছে।

 

হিরনের মতবিনিময় সভা

জেলা ও মহানগর অটোরিক্সা শ্রমিক কল্যান সংস্থার নেতৃবৃন্দের সাথে গতকাল দুপুরে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরন। টেলিভিশন মার্কার সমর্থনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরন। বিশেষ অতিথি ছিলেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মাহাবুব উদ্দিন আহম্মেদ-বীর বিক্রম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এমজি কবির বুলু, শিক্ষক নেতা অধ্যক্ষ ফরিদুর আলম জাহাঙ্গীর, আ’লীগ নেতা মোঃ হোসেন চৌধুরী, সাইদুর রহমান রিন্টু, জাপা নেতা জাহাঙ্গীর হোসেন মানিক, জাসদ’র নেতা মোঃ মহসিন হোসেন, জেলা ও মহানগর অটোরিক্সা শ্রমিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক এসএম শাহিন, উপদেষ্টা এসএম বিপ্লব, মোঃ আলম, লিটন হোসেন, বেল্লাল হোসেন প্রমুখ।

 

 

মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক

টেলিভিশন মার্কার সমর্থনে বাংলার গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে রবিবার রাতে মতবিনিময় সভা করেছেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। মুক্তিযোদ্ধা কল্যাণ পূর্ণবাসন ও বিনোদন কেন্দ্র ও সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লাবালুল হক দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার-বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য ছাত্র ও যুব পরিষদের জেলা সাধারন সম্পাদক চন্দন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।