Menu Close

গৌরনদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নাসির উদ্দিন সৈকত ॥  বরিশালের গৌরনদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভলপমেন্ট (ও.এস.ডি) ও টার্গেট পিপলস্ ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)’র যৌথ উদ্যোগে এবং গৌরনদী ডেভলপমেন্ট সোসাইটি (জি.ডি.এস)’র সহযোগিতায় সকাল ১০ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড থেকে র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। শেষে জিডিএস’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জিডিএস’র চেয়ারম্যান বিপুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু। বক্তব্য রাখেন জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, ম্যানেজার অনাধি বৈরাগী অনুপ, সাপ্তাহিক আলোকিত সময়ের ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, সাংবাদিক এম আলম, মোঃ সাইফুল মৃধা, জিডিএস’র সাবেক সভাপতি আলী আকবর, সাবেক সম্পাদক কে.এম আনোয়ার হোসেন বাদল, আলী আকবর হাওলাদার প্রমূখ।

Related Posts