Menu Close

গৌরনদীতে প্রতিবন্ধীদের তিন দিনব্যাপী প্রশিক্ষন শুরু

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিবন্ধী ব্যাক্তিদের ফিজিও থেরাপী এবং দৈনন্দিন কার্যক্রম (এডিএল) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষন আজ সোমবার থেকে শুরু হয়েছে। প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকেরা অংশগ্রহন করেন।

বে-সরকারী সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে গৌরনদীর কারিতাস কার্যালয়ের হলরুমে প্রশিক্ষনের উদ্বোধন করেন গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পাল পূরোহীত ফাদার টেরেন্স রড়্রকি। উদ্বোধনী আলোচনা সভায় ফাদার টেরেন্স রড়্রেিকর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, কারিতাসের প্রযতœ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা আইরিন মুরমু। বক্তব্য রাখেন আরতি রেসি, মাঠ কর্মকর্তা পিউস অলড্রিন গনসালভেজ প্রমুখ।

Related Posts