স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর পলাশপুর এলাকার মাহমুদপুর পাতারচর এলাকার নদী থেকে ১২ বছরের এক কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৫ টায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার বিকেলে পাতারচর এলাকায় ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, নিহত কিশোরের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন রয়েছে। নদীতে গোসল করার সময় ইঞ্জিন চালিত ট্রলারের পাখার আঘাতে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।